Hesperian Health Guides

বন্ধাকরণ, অস্ত্রোপচার

এই অধ্যায়ে

যারা কখনোই আর সন্তান গ্রহণ করতে না চায় তাদের জন্য বন্ধাকরণ সবচেয়ে নিরাপদ, এটি নারী ও পুরুষ উভয়ের জন্য একটি সাধারণ অস্ত্রোপচার। অনেক দেশেই এই অস্ত্রোপচার বিনামূল্যে করা হয়। স্বাস্থ্য কেন্দ্রে জিজ্ঞাসা করুন। বন্ধাকরণ এইচআইভিসহ এসটিআই-এর বিরুদ্ধে সুরক্ষা দেয় না।

নারীদের জন্য এই অস্ত্রোপচারের নাম নালীর লাইগেশন যার মানে হলো নালীগুলোকে বেঁধে দেয়া। একটি পদ্ধতিতে নাভীর কাছাকাছি সামান্য একটু কাটা হয় যাতে ডিম্বাশয় (যেখানে ডিম্বাণু উৎপাদিত হয়) থেকে আসা নালীগুলো কেটে বন্ধ করে দেয়া যায়। এটি সাধারণত একটি ডাক্তরের কার্যালয়ে বা স্বাস্থ্য কেন্দ্র নারীটিকে অচেতন না করেই করা যায়। এই অস্ত্রোপচারের ফলে নারীর মাসিকের ক্ষেত্রে বা তার যৌন সমর্থের উপর কোন প্রভাব ফেলে না, এবং যৌনক্রিয়া করাকে আরও উপভোগ্য করে তুলতে পারে কারণ তার গর্ভবতী হয়ে যাবার বিষয়ে কোন চিন্তা করতে হবে না।

পুরুষদের জন্য এই অস্ত্রোপচারের নাম ভ্যাসেকটমি। এটি খুব সহজেই এবং দ্রুত একজন ডাক্তরের কার্যালয়ে বা একটি স্বাস্থ্য কেন্দ্রে পুরুষটিকে অচেতন না করেই করা যায়। এই অস্ত্রোপচারটি নারীদের জন্য অস্ত্রোপচারের থেকে বেশী নিরাপদ এবং দ্রুত। অণ্ডোকোষগুলোকে অপসরণ করা হয় না এবং এই অস্ত্রোপচারের ফলে পুরুষটির যৌন সামর্থ বা সুখানুভূতির উপর কোন প্রভাব ফেলে না। তার তরল পদার্থ (বীর্য) একইভাবে বের হয়ে আসে, কিন্তু তার মধ্যে কোন শুক্রাণু থাকে না।

একজন নারীর দেহে কোথায় বন্ধাকরণ করা হয় তা দেখাচ্ছে।
এখানে ছোট করে কাটা হয়
একজন পুরুষের দেহে কোথায় বন্ধাকরণ করা হয় তা দেখাচ্ছে।
এখানে ছোট করে কাটা হয় যাতে করে পুরুষের অণ্ডোকোষের থেকে আসা নালীগুলো কেটে আটকে দেয়া যায়।


এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ২০ এপ্রিল ২০২৪