Hesperian Health Guides

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)

এই অধ্যায়ে

একটি স্পেকুলাম (ছোট আয়না) হাতে একজন স্বাস্থ্যকর্মী একজন নারীর সাথে কথা বলছে
এইচপিভি পরীক্ষার জন্য জরায়ু থেকে শোষণীর মাধ্যমে সংগৃহীত নমুনা ব্যবহার করা হয়।

অনেক ধরনের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) আছে। কোন কোন ধরনের এইচপিভি জননেন্দ্রীয়ে আঁচিলের সৃষ্টি করে। কয়েক ধরনের এইচপিভি খুবই বিপজ্জনক এবং জরায়ুর ক্যান্সার, গলার ক্যান্সার বা পায়ুদ্বারের ক্যান্সার সৃষ্টি করতে পারে। এইচপিভিযুক্ত বেশীরভাগ লোকেরই এই ভাইরাসের দৃশ্যত কোন লক্ষণ দেখা যায় না।

সাধারণ যাচাইকরণ পরীক্ষা এইচপিভির কারণে জরায়ুতে কোন অস্বাভাবিক কোষ রয়েছে কিনা তা দেখাতে পারে। কিন্তু পরীক্ষায় এইচপিভি পাওয়া গেলেও তার মানে এই না যে ব্যক্তিটির ক্যান্সার আছে।

ক্রাইয়োথেরাপী একটি নিরাপদ ও ব্যথামুক্ত চিকিৎসা যা নারীর জরায়ুতে থাকা অস্বাভাবিক কোষগুলোকে ঠাণ্ডায় জমিয়ে মেরে ফেলে যাতে তারা ক্যান্সার হয়ে উঠতে না পারে। জরায়ুর ক্যান্সারের পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে আরও জানতে ক্যান্সারের উপর অধ্যায়টি দেখুন।

একটি টীকা জননেন্দ্রীয়ের বেশীরভাগ আঁচিল সৃষ্টিকারী ধরনসহ সবথেকে বিপজ্জনক ধরনের বেশীরভাগ এইচপিভির বিরুদ্ধে সুরক্ষা দিয়ে থাকে। সাধারণতঃ ৯ বছর থেকে ২৬ বছর বয়সের মধ্যে পর্যায়ক্রমে দেয়া টীকা ক্যান্সারে রূপ নিতে পারে এমন এইচপিভি সংক্রমণ পাওয়া বা ছড়ানো রোধ করতে পারে। টীকা অসুস্থ্যতা রোধ করে অধ্যায়টি দেখুন।



এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ০৪ মে ২০২৪