Hesperian Health Guides

যৌনবাহিত রোগ

এই অধ্যায়ে

একজন নারী নিরাপদ যৌনকর্ম সম্পর্কে একটি চিহ্ন ধরে একদল নারীর সাথে কথা বলছে
এবিষয়ে কথা বলা কঠিন!
আজকে আমরা এটিকে সহজ করার জন্য আমাদের ভাবনাগুলো আলোচনা করবো।
যৌন বিষয়ে কথা বলা কঠিন! নিজেদেরকে রক্ষা করা, পরীক্ষা করতে পারা, এবং চিকিৎসা গ্রহণ করায় সাহায্য করা যৌনবাহিত রোগ ছড়ানো বন্ধ করবে।

যৌনবাহিত রোগ (এসটিআই) হলো এমন সংক্রমণ যেগুলো যৌনকর্মের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য আর এক ব্যক্তির মধ্যে বাহিত হয়।

বেশীরভাগ ধরনের যৌনকর্মই এসটিআই ছড়াতে পারে। এটি পুরুষাঙ্গ থেকে যোনীপথের যৌনকর্ম, পুরুষাঙ্গ থেকে পায়ুপথের যৌনকর্ম, বা মুখমৈথুন (মুখ থেকে পুরুষাঙ্গ, মুখ থেকে যোনী) থেকে হতে পারে। কোন কোন সময় একটি সংক্রামিত পুরুষাঙ্গ বা যোনীর সাথে অন্য আর একজন ব্যক্তির যৌনাঙ্গ শুধুমাত্র ঘর্ষণের মাধ্যমেই এসটিআই বাহিত হতে পারে।

এসটিআই-এর উপসর্গগুলোর মধ্যে আছে যৌনকর্মের সময় ব্যথা, যোনী, পুরুষাঙ্গ, বা পায়ুপথ থেকে অস্বাভাবিক স্রাব বা যৌনাঙ্গের উপর গোটা, ঘা বা ফোষ্কা।

এসটিআই আছে কিন্তু আদৌ কোন উপসর্গ নেই তা খুব সচরাচর ঘটে থাকে। কোন উপসর্গ না থাকলেও এসটিআই এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিতে বাহিত হতে পারে। পরীক্ষা করার মাধ্যমে আপনার এসটিআই আছে কিনা তা আপনি সবথেকে ভালভাবে জানতে পারবেন এবং এটিকে নিরাময় করার সঠিক চিকিৎসা খুঁজে পাবেন। যে সমস্ত জায়গায় সংক্রমণ নির্ণয়ের পরীক্ষা সহজলভ্য নয় সেখানেও ততক্ষণাৎ সংক্রমণের চিকিৎসা করা গুরুত্বপূর্ণ। আপনার সাথে যৌনকর্মে মিলিত হওয়া ব্যক্তিকে পরীক্ষা করে চিকিৎসা গ্রহণ করায় সাহায্য করুন। যদি আপনারা দু'জনেই চিকিৎসা গ্রহণ না করেন তবে আপনি আবারও সংক্রামিত হবেন এবং অন্যদেরকেও সংক্রামিত করবেন।

বেশীরভাগ এসটিআইগুলো জীবাণুনাশক দ্বারা চিকিৎসার পর নিরাময় হয়। বাকী এসটিআইগুলো চলে যায় না কিন্তু ঔষধ দ্বারা সেগুলো নিয়ন্ত্রণ করা যায়। ঔষধগুলো কাজ করা শুরু করলে ব্যথা কমানোর জন্য ও অস্বস্তি কাটাতে সাহায্য করারও চিকিৎসা রয়েছে (এসটিআই থেকে আরোগ্য লাভ করা কালীন কিভাবে ভাল বোধ করতে হয়)।

এসটিআই রোধ করার সবথেকে ভাল উপায় হচ্ছে যৌনকর্ম না করা বা আপনার যৌনসঙ্গীর কোন এসটিআই নেই তা নিশ্চিত হওয়া। যেহেতু এটি সবসময় সম্ভব না, তাই এসটিআই পাওয়ার সম্ভাবনা কমানোর আরও একটি উপায় প্রতিবার কনডম ব্যবহার করার মাধ্যমে যৌনকর্ম থেকে সংক্রমণ রোধ করুন। এসটিআইযুক্ত ব্যক্তিদের সাথে সম্মান ও মর্যাদাপূর্ণ আচরণ করে স্বাস্থ্য কর্মীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে

এসটিআই কেন একটি সঙ্কটজনক সমস্যা

NWTND sti Page 2-1.png

যেহেতু যৌনকর্ম স্বাভাবিক ও সচরাচর করা হয়ে থাকে, তাই এসটিআইও প্রায়ই দেখা যায়। এসটিআই-এর চিকিৎসা করা না হলে এগুলো নারী, পুরুষ এবং শিশুদেরকে ক্ষতি করতে পারে। এসটিআই নীচেরগুলো সৃষ্টি করতে পারে:

  • নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই জন্ম দানে অক্ষমতা।
  • সময়ের আগেই, অতিরিক্ত ছোট আকারের, দৃষ্টিহীন, অসুস্থ্য বা মৃত শিশুর জন্ম।
  • গুরুতর সংক্রমণ থেকে মৃত্যু।
  • স্থায়ী ব্যথা।
  • জরায়ু, গলা বা পায়ুপথের ক্যান্সার।
  • এইচআইভিসহ অন্যান্য এসটিআই দ্বারা সংক্রামিত হওয়ার ঝুঁকি।

যৌনকর্মের মাধ্যমে কিভাবে এটিআই সঙ্গীদের মধ্যে বাহিত হয়

বিনামূল্যে এসটিআই পরীক্ষার চিহ্নের দিকে তাকিয়ে থাকা একজন নারী

নারী ও পুরুষ উভয়ই এসটিআই পেতে পারে। কিন্তু যৌনক্রিয়া গ্রহণকারী ব্যক্তি যার যোনী বা পায়ুদ্বার অনুপ্রবিষ্ট হচ্ছে তার ঝুঁকি সবথেকে বেশী। হয়তো সংক্রমণ বহন করছে এমন বীর্য কোন কনডম ব্যবহার করা না হলে যোনী পথ, পায়ু, বা মুখে থেকে যায়। অনুপ্রবিষ্ট করার কর্মকাণ্ড যোনীপথ বা পায়ুপথের ভিতরে ঘর্ষণ করে ত্বক ছিড়ে ফেলে সংক্রমণ দেহের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। যোনী বা পায়ুপথে কোন ঘা হয়েছে তা ব্যক্তিটি লক্ষ্য না করলেও এটি ঘটতে পারে। যৌনাঙ্গের বাইরের অংশে কোন ঘা বা জ্বালা করা অংশের মাধ্যমেও অতি সহজেই এইচআইভিসহ এসটিআই বাহিত হতে পারে।

আপনার এসটিআই থাকলে কী করা উচিৎ

  • পরীক্ষা সহজলভ্য হলে এর পরীক্ষা করুন
  • ততক্ষণাৎ সংক্রমণটির জন্য চিকিৎসা গ্রহণ করুন, আরও অসুস্থ্য হবার অপেক্ষা করবেন না।
  • একই সময়ে আপনার সঙ্গীকেও পরীক্ষা করান। তাহলে আপনারা একত্রে আবারও যৌনকর্ম করলে আপনি সংক্রমণটি আর পাবেন না।


এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ১৫ এপ্রিল ২০২৪