Hesperian Health Guides
জরুরী পরিবার পরিকল্পনা
ইসিপির সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো মাথাব্যথা, বমি বমি ভাব বা পেটে ব্যথা, কিন্তু এগুলোর এক বা দু’দিনের মধ্যে চলে যাওয়া উচিত। সামান্য রক্তক্ষরণ হওয়াও স্বাভাবিক বা আপনার পরবর্তী মাসিক রক্তক্ষরণের সময়েও পরিবর্তন আসবে। যখন জরুরী পরিবার পরিকল্পনা, বিশেষ জরুরী বড়ি বা শুধু-প্রোজেস্টিন বড়ির (ছোট বড়ি) সঠিক মাত্রা ব্যবহার করা হয় তখন নিয়মিতভাবে ব্যবহ্রত সমন্বিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করা থেকে স্বল্প সংখ্যক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। আপনি যদি মাত্রাটি গ্রহণ করার ১ ঘন্টার মধ্যে বমি করেন তবে তার মানে হলো আপনার একই মাত্রার পুনরাবৃত্তি করতে হবে। কখনোই বিভিন্ন ধরনের জরুরী গর্ভনিরোধক বা অন্যান্য জন্ম নিয়ন্ত্রণ বড়ি একত্রে মিশিয়ে ব্যবহার করবেন না কারণ তখন সেগুলো মোটেই কাজ করবে না।
কিভাবে জরুরী পরিবার পরিকল্পনার জন্য বড়ি গ্রহণ করতে হবে
কিভাবে জরুরী গর্ভনিরোধের জন্য বিশেষ বড়ি ব্যবহার করতে হবে | ||
কিভাবে জরুরী গর্ভনিরোধের জন্য বিশেষ বড়ি ব্যবহার করতে হবে | একবার মাত্র একটি বড়ি নিন | |
৩০ মিগ্রার ইউলিপ্রিস্টাল এ্যসিটেট (এলা, এলাওয়ান) থাকা জরুরী বড়ি একটি বড়ির মাত্রা = ৩০ মিগ্রার ইউলিপ্রিস্টাল এ্যসিটেট |
একবার মাত্র একটি বড়ি নিন | |
০.৭৫ মিগ্রা (৭৫০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল (নরলেভো ০.৭৫, ওপটিনর, পোস্টিনর, পোস্টিনর-২, বিকল্প পরিকল্পনা) থাকা জরুরী বড়ি ২টো বড়ির মাত্রা = ১.৫ মিগ্রা (১৫০০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল |
একবার মাত্র দু’টো বড়ি ব্যবহার করুন | |
০.০৫ মিগ্রা (৫০ মাইক্রোগ্রাম) এথিনিল এস্ট্রাডিওল এবং ০.২৫ এমজি (২৫০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল থাকা জরুরী বড়ি (টেট্রাজিনন, নিওজিনন, নরডিওল) পুরো ৪টি বড়ির একটি মাত্রা = ০.২ এমজি (২০০ মাইক্রোগ্রাম) এথিনিল এস্ট্রাডিওল এবং ১.০ মিগ্রার (১০০০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল |
প্রথমে দু’টো বড়ি নিন | তারপর ১২ ঘন্টা পর আরও দু’টো বড়ি নিন। |
জরুরী গর্ভনিরোধের জন্য কিভাবে সমন্বিত বড়ি গ্রহণ করতে হবে | ||
একটি ২৮-দিনের ২৮ সমন্বিত বড়ির মোড়ক থেকে যে কোন প্রথম ২১ বড়ি ব্যবহার করে নীচে উল্লেখিত মাত্রা তৈরী করতে পারেন কিন্তু শেষ ৭টি বড়ি ব্যবহার করবেন না কারণ কারণ এগুলো অনুস্মারক বড়ি হতে পারে এবং তাতে কোন হরমোন থাকবে না। | ||
০.০৩ মিগ্রা (৩০ মাইক্রোগ্রাম) এথিনিল এস্ট্রাডিওল এবং ০.১৫ এমজি (১৫০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল থাকা সমন্বিত বড়ি (আনা, কম্বিনেশন থ্রি, গেস্ট্রেল্যান, মাইক্রোজিনন, মাইক্রোজিনন-৩০, নরডেট, রোজেল) মোট ৮টি বড়ির মাত্রা = ০.২৪ মিগ্রা (২৪০ মাইক্রোগ্রাম) এথিনিল এস্ট্রাডিওল এবং ১.২ (১২০০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল |
প্রথমে ৪টি বড়ি নিন | তারপর ১২ ঘন্টা পরে বাকী ৪টি বড়ি সেবন করুন |
০.০৩ মিগ্রা (৩০ মাইক্রোগ্রাম) এথিনিল এস্ট্রাডিওল এবং ০.৩ এমজি (৩০০ মাইক্রোগ্রাম) নরজেস্ট্রেল থাকা সমন্বিত বড়ি (লো-ফেমিনাল, ৫ লো/ওভরাল) মোট ৮টি বড়ির মাত্রা = ০.২৪ মিগ্রা (২৪০ মাইক্রোগ্রাম) এথিনিল এস্ট্রাডিওল এবং ২.৪ (২৪০০ মাইক্রোগ্রাম) নরজেস্ট্রেল |
প্রথমে ৪টি বড়ি নিন | তারপর ১২ ঘন্টা পরে বাকী ৪টি বড়ি সেবন করুন |
০.০২ মিগ্রা (২০ মাইক্রোগ্রাম) এথিনিল এস্ট্রাডিওল এবং ০.১ এমজি (১০০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল থাকা সমন্বিত বড়ি (এ্যালিসি, লোয়েট, লুটেরা, মিরানোভা) মোট ১০টি বড়ির মাত্রা = ০.২ মিগ্রা (২০০ মাইক্রোগ্রাম) এথিনিল এস্ট্রাডিওল এবং ১ (১০০০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল |
প্রথমে ৫টি বড়ি নিন | তারপর ১২ ঘন্টা পরে বাকী ৫টি বড়ি সেবন করুন |
জরুরী গর্ভনিরোধের জন্য কিভাবে শুধু-প্রোজেস্টিন বড়ি (ছোট বড়ি) সেবন করা যায় | |
শুধু-প্রোজেস্টিন ছোট বড়ি মোড়কের প্রতিটি বড়িতে একই মাত্রার হরমোন থাকে। | |
০.০৭৫ মিগ্রা (৭৫ মাইক্রোগ্রাম) নরজেস্ট্রেল থাকা শুধু-প্রোজেস্টিন বড়ি (ছোট বড়ি) (ওভরেট, মিনিকন) মোট ৪০টি বড়ির মাত্রা = ৩ মিগ্রা (৩০০০ মাইক্রোগ্রাম) নরজেস্ট্রেল |
একবার মাত্র ৪০টি বড়ি সেবন করুন (অনেক বড়ি, কিন্তু নিরাপদ) |
একবার মাত্র ৪০টি বড়ি সেবন করুন (অনেক বড়ি, কিন্তু নিরাপদ) | একবার মাত্র ৪০টি বড়ি সেবন করুন (অনেক বড়ি, কিন্তু নিরাপদ) |
০.০৩ মিগ্রা (৩০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল থাকা শুধু-প্রোজেস্টিন বড়ি (ছোট বড়ি) (মাইক্রোলুট, মাইক্রোভাল, নরট্রেল) মোট ৫০টি বড়ির মাত্রা = ১.৫ মিগ্রা (১৫০০ মাইক্রোগ্রাম) লেভোনরজেস্ট্রেল |
একবার মাত্র ৫০টি বড়ি সেবন করুন (অনেক বড়ি, কিন্তু নিরাপদ) |