Hesperian Health Guides

স্বাস্থ্য কর্মী: টীকার চাবিকাঠি

এই অধ্যায়ে

সকলে সু্স্বাস্থ্যে থাকার জন্য শিশু ও প্রাপ্তবয়স্কদেরকে টীকা নেয়ায় সাহায্য করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো স্বাস্থ্য কর্মীরা। এমনকি আপনি যদি টীকা না দেয়া স্বাস্থ্য কর্মীও হন, মানুষ আপনার কথা শুনবে। এলাকার অংশ হিসেবে মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং সরকারী টীকাদান কর্মসূচীর জন্য বাইরে থেকে আসা একজন অতিথীকে হয়তো বিশ্বাস নাও করতে পারে।

আপনি যদি একটি স্বাস্থ্য কেন্দ্র বা ক্লিনিকে কাজ করেন:

  • প্রত্যেক রোগীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন ও স্বাগত জানান। পিতামাতাদের জানান যেকোন প্রশ্নই ভাল প্রশ্ন এবং তা জিজ্ঞাসা করার জন্য তাদের দুঃখিত হবার প্রয়োজন নেই।
একজন স্বাস্থ্য কর্মী একটি বাচ্চা কোলে নারীর সাথে কথা বলছে।
আমি খুব দ্রুতই টীকা প্রবিষ্ট করাব যাতে সে কম ব্যথা অনুভব করে। আপনি ওকে শক্ত করে জড়িয়ে ধরুন যাতে সে নিরাপদ অনুভব করে?
  • ইঞ্জেকশানে ব্যথা লাগতে পারে তাই শিশুটির জন্য এই অভিজ্ঞতাটি যত ভাল করে তোলা যায় তার যথাসাধ্য চেষ্টা করুন। ইঞ্জেকশান দেবার পর শিশুটির মন আপনি হয়তো কোন একটি উজ্জ্বল রঙের বস্তু দিয়ে বা কোন শব্দ সৃষ্টি করে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারেন।
  • টীকা দেবার আগে টীকা কী এবং কেন তা প্রয়োজন তা একটি দলে বা প্রতিটি পরিবারের কাছে ব্যাখ্যা করুন। এটি নেয়ার ফলে স্বাভাবিকভাবে মৃদু জ্বর বা বাহুতে ব্যথার সৃষ্টি করে কিনা তা ব্যাখ্যা করুন যাতে তারা চিন্তিত না হয়। পিতা-মাতারা এ্যালার্জিগত প্রতিক্রিয়ার মতো কোন বিপদচিহ্ন লক্ষ্য করলে কী করবে তা ব্যাখ্যা করুন।
  • ক্লিনিকে যদি প্রয়োজনীয় টীকা শেষ হয়ে গিয়ে থাকে তবে এটি অন্য ক্লিনিকে পাওয়া যায় কিনা তা দেখুন বা পরিবারটি আবার কখন টীকার জন্য ফিরে আসতে পারে তার তারিখ নির্ধারণ করুন। আপনি তাদের ক্লিনিক বা টীকার কার্ডের উপর স্মারক হিসেবে লিখে দিতে পারেন।
  • শিশু স্বাস্থ্য পুস্তিকা বা অন্য কোন পদ্ধতিতে টীকার তথ্য লিপিবদ্ধ রাখায় পরিবারকে সাহায্য করুন। এর ফলে মানুষ তাদের সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে পরিকল্পনা করতে ও সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে।
স্বাস্থ্যকর্মী একটি কোলের বাচ্চা, ও আর একটি ছোট বাচ্চাসহ নারীর সাথে কথা বলছে!
আপনার বাস দেরী করায় আমি দুঃখিত। আপনি যদি আর একটু সময় অপেক্ষা করতে পারেন তবে আমরা আজকে টীকার কাজটি শেষ করতে পারি। আপনি অনেক দুর থেকে এসেছেন!


অনেক স্বাস্থ্য ক্লিনিক তাদের প্রয়োজনীয় সম্পদগুলো সবসময় পায় না। এর ফলে ক্লিনিকে মানুষের অভিজ্ঞতা খারাপ হলে তারা টীকা নিতে আর হয়তো ফেরত আসবে না। কিন্তু কর্মী সংখ্যা বা সরবরাহের পরিমাণ কম থাকলেও ক্লিনিকে আসার বিষয়ে মানুষের অভিজ্ঞতার উৎকর্ষতা বাড়াতে এবং তাদের মধ্যে ভাল অনুভূতির উদ্রেক করার উপায় খুঁজুন।

এলাকার মধ্যে পরিবারগুলোকে টীকা নেয়ায় উৎসাহিত করুন:

  • মাতা ও পিতা উভয়ের কাছেই যান। যদিও মায়েরাই সাধারণতঃ শিশুকে ক্লিনিকে নিয়ে আসে কিন্তু বাবারাও যদি টীকার গুরুত্ব বুঝতে পারে তবে সন্তানদের টীকা নেবার সম্ভাবনা অনেক বেশী। হয়তো পিতামহ-পিতামহী বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বললে সাহায্য হতে পারে।
  • যদি একটি পরিবার টীকা দেয়া এড়িয়ে গিয়ে থাকে তবে তারা কেন তা করছে তা জানুন। হয়তো তাদের পরিবহণ, অর্থ বা আপনি সমাধান দিয়ে সাহায্য করতে পারেন এমন অন্য কিছুর সমস্যা আছে। তাদেরকে টীকার নিরাপত্তা এবং মূল্যের বিষয়ে নিশ্চিন্ত করুন।
  • ধাত্রীমাতা বা অন্যান্যরা যারা গর্ভবতী নারীদেরকে সাহায্য করে এবং নতুন মায়েদের প্রশিক্ষিত এবং জড়িত করুন যাতে তারা টীকা সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারে এবং মানুষকে তা নেয়ায় সাহায্য করতে পারে।
  • টীকার প্রসার করতে শিশুদেরকে জড়িত করুন। শিশুরা যদি এবিষয়ে বিদ্যালয়ে কিছু শেখে তবে তারা তাদের পিতামাতার কাছে তাদের ভাইবোন, পরিবারের অন্যান্য সদস্য, এবং প্রতিবেশীদের টীকা নেয়ার বিষয়ে কথা বলতে পারে।
  • আপনার এলাকায় যে বিষয়টি ভাল কাজ করে তাই করুন। মানুষের সাথে তাদের বাড়ী বাড়ী গিয়ে কথা বললে সাহায্য হবে। অথবা আপনি হয়তে দেখবেন যে পিতামাতারা স্বাস্থ্যকেন্দ্র আসতে পছন্দ করে। শিক্ষক-শিক্ষিকা এবং ধর্মীয় নেতা বা অন্যান্য নেতাদের সাথে কথা বললে হয়তো আরও বেশী সংখ্যক লোক টীকা নিতে আগ্রহী হবে।


একজন নারী একদল প্রাপ্তবয়স্কদের সাথে কথা বলছে যেখানে একটি সাইনে লেখা আছে 'শিশুরা কেন তাদের টীকা নিচ্ছে না?' আর তার নীচে তার কারণগুলো লেখা রয়েছে।


আপনিই আপনার এলাকাবাসীকে ভাল চেনেন। সকল শিশুই তাদের টীকা নিয়েছে তা নিশ্চিত করতে যখন কর্মসূচীর আয়োজন করবেন তখন কাদের কাছে আপনি পৌঁছাতে চাচ্ছেন এবং কোন বিষয়গুলো তাদেরকে উৎসাহিত করে, তাদের চিন্তার বিষয় কী কী, কোন ব্যক্তি কোন পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করে, এবং কিভাবে এলাকার গন্যমান্য নেতাদের কিভাবে জড়িত করবেন তার দেখুন। এছাড়াও জানুন যে মানুষের জন্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং স্বাস্থ্য সেবা পাওয়া কঠিন কিনা এবং এটি কিভাবে সহজ করা যায়।

একটি শেণীকক্ষে একজন শিক্ষিকা আর তার পিছনে ব্ল্যাকবোর্ডে লেখা 'কিভাবে টীকা কাজ করে?'
একজন স্বাস্থ্য কর্মী একজন একটি মেয়েকে ইঞ্জেকশান দিচ্ছে আর পিছনে ছাত্রছাত্রীদের একটি সারিতে দাঁড়ানো।
বিদ্যালয়গুলো কিশোর-কিশোরীদের টীকার গুরুত্ব এবং কিভাবে এগুলো কাজ করে সেই বিজ্ঞানের বিষয়ে শিক্ষা দিতে পারে। টীকা কর্মসূচীগুলো শিশুদের কাছে পৌঁছাতে বিদ্যালয়ে গিয়ে শিশুদের টীকা দিতে পারে।

তিনজন নারী ও একজন পুরুষ কথা বলছে।

ভাষাতে বেতার কার্যক্রম আমাদের জন্য ভাল কাজ করে।
আমি আমার পৌর পরিষদের টীকার সেরা। আমি মানুষকে উদ্দীপ্ত ও জড়িত করতে পারি।
সম্পর্কে আমাদের ক্লিনিকের পাঠানো ক্ষুদেবার্তা পিতামাতারা পছন্দ করে।
আমি আমার ধর্মীয় প্রতিষ্ঠান দলকে টীকার উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ায় সাহায্য করি।

গণ অংশগ্রহণ: সমতার জন্য একটি টীকা

বিগত সময়ে মৃত্যু বা সঙ্কটজনক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করেছে এরকম অনেক অসুস্থ্যতা দুর করা বা ছড়িয়ে যাওয়া রোধ করে টীকা। কিন্তু এর বেশীরভাই সত্যি যেখানে টীকা বিনামূল্যে বা কম মূল্যে পাওয়া যায় এবং এগুলো যারা সরবরাহ করে সেই স্বাস্থ্য ব্যবস্থা সত্যিই কাজ করে। তাই টীকাদান এতই গুরুত্বপূর্ণ যে সরকার ও ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিলে চলবে না। স্বাস্থ্য কর্মী, শিক্ষক-শিক্ষিকা, এবং এলাকার অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের সরব হতে হবে যাতে টীকাদান সবসময়ই নিরাপদ করা নিশ্চিত করা যায়, বিনামূল্যে দেয়া হয়, এবং যুবক ও বৃদ্ধ যারাই চাইবে তারাই যেন তা পায়। জনগণকে অনিরাপদ জলের সমস্যা সমাধানে, পয়ঃপ্রণালী অব্যবস্থা, দারিদ্র, বৈসম্য, টীকার অভাবের বিরুদ্ধে তাদের সরকারকে চাপ দিতে হবে— যার সবই রুগ্ন স্বাস্থ্যের কারণ।



এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ২১ নভে ২০২৪