Hesperian Health Guides

টীকা ব্যবস্থাপনা

এই অধ্যায়ে

টীকাগুলোকে সঠিক তাপমাত্রায় রাখা (শীতলতার ধারা বজায় রাখা)

টীকাগুলোকে সঠিক তাপমাত্রায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কোন নির্দিষ্ট টীকা যদি উষ্ণ হয়ে যায় তবে তা হয়তো নষ্ট হবে এবং আর কাজ করবে না। এবং কোন কোন টীকাকে ঠাণ্ডায় রাখতে হবে কিন্তু হিমায়িত করা যাবে না নহলে এগুলো কাজ করবে না। টীকাগুলোকে যেখানে সেগুলো উৎপাদিত হয়েছে সেই কারখানা থেকে যে এলাকায় স্বাস্থ্যকর্মী শিশুদের টীকা দেবে সেই জায়গা পর্যন্ত সঠিক তাপমাত্রায় রাখতে হবে। যে কোন সময় উৎপাদনকারী থেকে পরিবহণ, পরিবহণ থেকে সংরক্ষণের জায়গা পর্যন্ত টীকাগুলো যদি উষ্ণ হয়ে যায়, বা হিমায়িত হয়ে যায় যা এগুলোর হওয়ার কথা না তবে এগুলো ব্যবহার অযোগ্য হয়ে যায়।

দরজার উপর 'শুধুমাত্র টীকা' লেখা একটি চিহ্নসহ একটি হিমায়নযন্ত্র, আর বিদ্যুতের সংযোগস্থলের উপর একটি চিহ্নে 'সাবধান: সংযোগ বিচ্ছিন্ন করবেন না, টীকা সংরক্ষণাগার'।

হিমায়িত করা যায় এমন টীকা:
হাম
এমআর
এমএমআর
বিসিজি
ওপিভি (মুখে খাবার পোলিওভাইরাস)
পীতজ্বর
জাপানী এনসেফালাইটিস


খুবই ঠাণ্ডায় রাখা হয় কিন্তু কখনওই হিমায়িত করবেন না:
কলেরা
পেন্টাভ্যালেন্ট
হেপাটাইটিস বি (হেপ বি)
হিব (তরল)
এইচপিভি (হিউমান প্যাপিলোমাভাইরাস)
আইপিভি (অসক্রিয় করা পোলিওভাইরাস)
ইনফ্লুয়েঞ্জা
নিউমোকক্কাল
রোটাভাইরাস (তরল ও হিমায়িত করে শুকানো)
টিটেনাস (ডিটি, টিডি)

হিমায়নযন্ত্রগুলো টীকা ও সেই সাথে টীকাগুলোকে দ্রবিভূত করার জন্য ব্যবহৃত তরল পদার্থগুলো পরিবহণ ও সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। কোন টীকা কত তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এবং প্রতিটির জন্য কোন তাক বা কোন খোপ ব্যবহার করা হয় তা জানুন। সাধারণভাবে টীকা সংরক্ষণ করা হয় যে তাপমাত্রায় তা হলো ৮° সে এবং হিমাঙ্কের থেকে সামান্য উপরে (২° সে)। কোন কোন টীকা অতিরিক্ত গরম হয়ে উঠতে দেয়া যাবে না এবং কোনগুলোকে হিমায়িত করতে হবে তার তালিকা দেখুন বাক্সের মধ্যে।

বিসিজি এবং এমএমআরসহ কোন কোন টীকা উজ্জ্বল আলোতে নষ্ট হয়ে যেতে পারে। এগুলোকে সূর্য্যালোক ও শক্তিশালী ঘরের আলো থেকে রক্ষা করতে এদের গাঢ় রঙের শিশি ও এগুলোর অতিরিক্ত মোড়কগুলোর মধ্যেই রাখুন।

যখন একটি টীকা দ্রবীভূত করার তরল পদার্থের মাধ্যেমে দ্রবীভূত করে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়, তখন এগুলোকেও অবশ্যই ঠাণ্ডায় সংরক্ষণ করতে হবে। টীকা নিয়ে কাজ করা প্রশিক্ষিত ব্যক্তিরা ভাল জানবে যে মিশ্রণের পর কতঘন্টা পর পর্যন্ত টীকা কার্যকারী থাকে এবং এগুলোকে দিনের শেষে ফেলে দিতে হবে কিনা।

NWTND vacc Page 17-1.png

কিভাবে টীকা সংরক্ষণ করা, প্রস্তুত করা, এবং দিতে হয় তা শিখুন

সকলেই টীকার প্রসার করতে পারে এবং অনেক স্বাস্থ্য কর্মীই সেগুলো কিভাবে দিতে হয় তা শেখে। আপনি যদি টীকা দেন বা টীকা ঘাঁটাঘাটি করেন তবে আপনার প্রশিক্ষণের মধ্যে থাকবে:

  • কিভাবে টীকা প্রস্তুত করতে হয়।
  • কিভাবে বিভিন্ন বয়স শ্রেণীর জন্য টীকার মাত্রা নির্ধারণ করতে হয়।
  • কোথায় মেয়াদ শেষ হবার তারিখ দেখা যাবে এবং কিভাবে মেয়াদ শেষ হয়ে যাওয়া টীকাগুলোকে বর্জ্য হিসেবে ফেলে দিতে হবে।
  • কিভাবে সঠিক সূঁইয়ের আকার, ইঞ্জেকশান দেবার কোণ, এবং প্রতিটি টীকার ক্ষেত্রে দেহে ইঞ্জেকশান দেবার জায়গা নির্ধারণ করতে হবে।
একটি বাক্সের গায়ে 'তীক্ষ্ণ বস্তু' লেখা রয়েছে আর একটি হাত তার মধ্যে একটি সিরিঞ্জ রাখছে।


আপনার নিজের স্বাস্থ্যের জন্য এবং আপনি যাদেরকে সাহায্য করছেন তাদের স্বাস্থ্যের জন্য প্রত্যেক জনকে টীকা আগে আপনার হাত ধুয়ে নিন। একটি সূঁই একবার মাত্র ব্যবহার করুন এবং তারপর তা নিরাপদে ফেলে দিতে হবে।

টীকার বর্জ্যের দ্বায়িত্ব নিন

টীকাদান কর্মসূচীর সর্বশেষ ধাপটি প্রায়শই ভুলে যাওয়া হয়: সঠিকভাবে বর্জ্যগুলোকে ফেলে দেয়া। রয়ে যাওয়া প্লাষ্টিক, সূঁই, এবং আধিভৌতিক উপকরণগুলো মানুষ ও পরিবেশের জন্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে এগুলোকে যদি অনিরাপদভাবে পুড়িয়ে বা পুতে ফেলা হয়, বা এমন জায়গায় ফেলা হয় যেখান থেকে শিশুরা সেগুলো তুলে নিতে পারে। একটি টীকাদান কর্মসূচী নিরাপদে বর্জ্য ফেলার পরিকল্পনা করতে পারে:

NWTND vacc Page 17-3.png
  • বর্জ্যগুলোকে প্রক্রিয়াজাত করা ও নিরাপদে ফেলে দিতে, যে গাড়ীতে করে টীকার সরবরাহ করা হয় সেই একই গাড়ী ব্যবহার করার মাধ্যমে।
  • মাটি চাপা দেবার গর্তসহ আঞ্চলিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করার মাধ্যমে।
  • কম্যুউনিটি ক্লিনিকগুলোকে বর্জ্য আলাদাকরণ এবং নিরাপদে মাটি চাপা দেবার গর্তসহ সাধারণ স্বাস্থ্য পরিচর্যার বর্জ্য ফেলার ব্যবস্থা স্থাপন করতে সাহায্য করার মাধ্যমে। (পরিবেশ স্বা্স্থ্য বিষয়ে জনগোষ্ঠীর জন্য সহায়িকার অধ্যায় ১৯: স্বাস্থ্য পরিচর্যার বর্জ্য দেখুন।)



এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ২১ নভে ২০২৪