Hesperian Health Guides

গনোরিয়া ও ক্ল্যামিডিয়ার চিকিৎসায় ঔষধের সংমিশ্রণ

যৌনবাহিত রোগ: ঔষধ

গনোরিয়া ও ক্ল্যামিডিয়া এমন ২টি এসটিআই যেগুলো প্রায়ই একই সময়ে হয়ে থাকে। ২টি ভিন্ন ঔষধ দ্বারা এগুলোর চিকিৎসা করুন। নীচের প্রতিটি খণ্ড থেকে একটি ঔষধ নির্বাচন করুন। প্রতিটি খণ্ডে সবথেকে ভাল বিকল্পটি প্রথমে দেয়া আছে এবং তারপর এর পরের ভালটি ক্রম অনুযায়ী দেয়া আছে। উদাহরণস্বরূপ, সবথেকে ভাল সংমিশ্রণ হলো ক্যাফট্রিয়াক্সোন এবং এ্যজিথ্রোমাইসিন।

এছাড়াও ব্যক্তিটির সঙ্গীকেও একই ঔষধ দ্বারা চিকিৎসা করুন।








ঔষধ কতোটুকু দিতে হবে কিভাবে ব্যবহার করতে হয়
ক্যাফট্রিয়াক্সোন ২৫০ মিগ্রা পেশীতে প্রবিষ্ট করুন, ১ বার মাত্র
বা সেফিক্সিম ৪০০ মিগ্রা মুখে খাওয়ান, ১ বার মাত্র
অথবা স্পেক্টিনোমাইসিন ২ গ্রাম (২০০০ মিগ্রা) পেশীতে প্রবিষ্ট করুন, ১ বার মাত্র
এবং
এ্যজিথ্রোমাইসিন ১ গ্রাম (১০০০ মিগ্রা) পেশীতে প্রবিষ্ট করুন, ১ বার মাত্র
মুখে খাওয়ান, ১ বার মাত্র
বা ডক্সিসাইক্লিন
(আপনি গর্ভবতী হলে ডক্সিসাইক্লিন ব্যবহার করবেন না, আপনি স্তন্যপান করালে এটি ব্যবহার করা এড়িয়ে চলুন)
১০০ মিগ্রা মুখে খাওয়ান, দিনে ২ বার ৭ দিনের জন্য
বা এরিথ্রোমাইসিন ৫০০ মিগ্রা মুখে খাওয়ান, দিনে ৪ বার ৭ দিনের জন্য
বা টেট্রাসাইক্লিন
(আপনি গর্ভবতী হলে বা স্তন্যপান করালে টেট্রাসাইক্লিন ব্যবহার করবেন না)
৫০০ মিগ্রা
মুখে খাওয়ান, দিনে ৪ বার ৭ দিনের জন্য
বা এমক্সিসিলিন
(আপনি গর্ভবতী হলে এবং এ্যজিথ্রোমাইসিন ও এরিথ্রোমাইসিন পাওয়া না গেলে এমক্সিসিলিন ব্যবহার করা যায়)
৫০০ মিগ্রা মুখে খাওয়ান, দিনে ৩ বার ৭ দিনের জন্য



এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ২১ নভে ২০২৪