Hesperian Health Guides

যৌনাঙ্গের আঁচিলের জন্য ঔষধ

যৌনবাহিত রোগ: ঔষধ

পোডোফিলক্স


পোডোফিলক্স যৌনাঙ্গের চারপাশে সৃষ্ট আঁচিলের চিকিৎসায় তরল আকারে এবং পায়ুদ্বার বা যৌনাঙ্গের চারপাশে সৃষ্ট আঁচিলের চিকিৎসায় জেল আকারে পাওয়া যায়। এটিকে পোডোফিলিন এর সাথে মিলিয়ে ফেলবেন না, এটিও যৌনাঙ্গের আঁচিলের জন্য ব্যবহার করা হয়, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করতে পারলে খুবই ক্ষতিকারক। পোডোফিলক্স ব্যবহার করা নিরাপদ।

স্বাস্থ্য কর্মী ক্লিনিকে প্রথমবারের মতো এটি প্রয়োগ করে কিভাবে তা করতে হয় তা দেখিয়ে দিতে পারে। আঁচিলগুলো দেখা না গেলে বা এর কাছে পর্যন্ত যাওয়া না গেলে ব্যক্তিটির হয়তো সাহায্য দরকার হতে পারে। একটি তুলার শোষণী দ্বারা তরলটি বা আঙ্গুল দ্বারা জেলটি প্রয়োগ করুন। ব্যবহারের পর হাত ধুয়ে ফেলুন। এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কাপড় পরুন।

পার্শ্ব প্রতিক্রিয়াGreen-effects-nwtnd.png

পোডোফিলক্স ত্বকে জ্বালার সৃষ্টি করে এটিকে পাতলা করে ছিড়ে ফেলে রক্তক্ষরণের কারণ ঘটাতে পারে।

গুরুত্বপূর্ণNBgrnimportant.png

আপনি যদি গর্ভবতী হোন বা স্তন্যপান করান তবে এটি ব্যবহার করবেন না।

যদি ত্বকে গুরুতর জ্বালার সৃষ্টি হয় তবে, এটি আর ব্যবহার করবেন না।

কিভাবে ব্যবহার করতে হয়NBgrneyedrop.png
যৌনাঙ্গের আঁচিলের জন্য:
NWTND bag arrow.png
তরল বা জেল ব্যবহার করলে, আঁচিলে এগুলো ৩ দিনের জন্য দিনে দু'বার (সকালে ও বিকেলে) প্রয়োগ করুন। তারপর ৪ দিনের জন্য ব্যবহার করা বন্ধ করুন। তার আবারও ৩ দিনের জন্য করা চিকিৎসা ও ৪ দিন চিকিৎসা ছাড়া থাকার চক্রটির পুনরাবৃত্তি করুন ৪ সপ্তাহ পর্যন্ত। আঁচিলগুলো চলে গেলে এর ব্যবহার বন্ধ করুন। আঁচিলগুলো যদি ৪ সপ্তাহের পরও থেকে যায় তবে, পোডোফিলিক্স ব্যবহার করা বন্ধ করুন। ভিন্ন চিকিৎসা গ্রহণের জন্য স্বাস্থ্য কর্মীর সাথে কথা বলুন।

ট্রাইক্লোরোএ্যাসেটিক এ্যাসিড ও বাইক্লোরোএ্যাসেটিক এ্যাসিড


ট্রাইক্লোরোএ্যাসেটিক এ্যাসিড ও বাইক্লোরোএ্যাসেটিক এ্যাসিড হলো এমন এ্যাসিড যেগুলো সরাসরি আঁচিলের উপর প্রয়োগ করা হয় এগুলোকে সংকুচিত করতে। সঙ্কটজনক দহন এড়াতে একজন অভিজ্ঞতাসম্পন্ন স্বাস্থ্যকর্মী এটা করতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়াGreen-effects-nwtnd.png

ট্রাইক্লোরোএ্যাসেটিক এ্যাসিড ও বাইক্লোরোএ্যাসেটিক এ্যাসিড যদি স্বাভাবিক ত্বক স্পর্শ করে তবে এগুলো তাতে যন্ত্রণার সৃষ্টি করবে বা ত্বক ধ্বংস করবে।

গুরুত্বপূর্ণNBgrnimportant.png

খুবই সাবধানতার সাথে ব্যবহার করুন। এটি দহনের সৃষ্টি করবে এবং একটি ক্ষতচিহ্নের সৃষ্ট করবে।

কিভাবে ব্যবহার করতে হয়NBgrnspoon.png

এগুলো ১০% থেকে ৩৫% শক্তির তরল আকারে পাওয়া যায়।

যৌনাঙ্গের আঁচিলের জন্য:
NWTND bag arrow.png
আঁচিলের চারপাশের এলাকায় প্রথমে পেট্রোলিয়াম জলী লাগিয়ে সুরক্ষা করুন। তারপর একটি তূলার শোষণী বা পরিষ্কার কাপড় পাকিয়ে সুক্ষ্ম আগা বানিয়ে তাতে করে অল্প পরিমাণে ট্রাইক্লোরোএ্যাসেটিক এ্যাসিড ও বাইক্লোরোএ্যাসেটিক এ্যাসিড নিয়ে একটু একটু করে শুধুমাত্র আঁচিলের উপর দিন যতক্ষণ পর্যন্ত না এগুলোর রঙ সাদা হয়ে যায়। প্রয়োজন মতো সপ্তাহে ১ বার ১ থেকে ৩ সপ্তাহ এগুলো প্রয়োগ করুন।


১৫ থেকে ৩০ মিনিটের জন্য এগুলোতে যন্ত্রণা হবে। তরলগুলো যদি ভাল ত্বকে লাগে তবে ততক্ষণাৎ সে জায়গাটি জল ও সাবান দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

চিকিৎসায় যদি কাজ হয় তবে আঁচিলটি যেখানে ছিল সেখানে একটি বেদনাময় ঘায়ের সৃষ্টি হবে। চিকিৎসা থামিয়ে দিন। যদি প্রচুর পরিমাণে জ্বালা হয় তবে পরবর্তী চিকিৎসার জন্য আরও দীর্ঘ সময় অপেক্ষা করুন। এক বা দু'সপ্তাহের মধ্যে ঘা শুকিয়ে যাবার কথা। ঘা'টিকে পরিষ্কার ও শুকনো রাখুন এবং সংক্রমণের লক্ষণের দিকে নজর দিন।


এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ২৪ এপ্রিল ২০২৪