Hesperian Health Guides

শ্রোণীর সংক্রমণের চিকিৎসা করায় ঔষধের সংমিশ্রণ

যৌনবাহিত রোগ: ঔষধ

যদি লক্ষণগুলো শ্রোণীর প্রদাহজনিত রোগ -এর (পিআইডি) হয় এবং এগুলো গুরুতর হয় বা নারীটি যদি গর্ভবতী থাকে তবে তার শিরায় (আইভি) এই ঔষধগুলো দিতে হবে।

চিহ্নগুলো যদি শুরু হয় এবং তখনও গুরুতর হয়ে ওঠেনি তবে চিকিৎসার জন্য ঔষধগুলো মুখে খাওয়ান। এই সংক্রমণটি সাধারণতঃ অনেকগুলো জীবাণুর কারণে ঘটে, তাই এটি নিরাময় করতে কমপক্ষে ২টি ঔষধের প্রয়োজন হবে। নীচের প্রথম দু'টি বাক্সের প্রতিটি থেকে ১টি করে ঔষধ নির্বাচন করুন, যদি পাওয়া যায় তবে মেট্রোনিডাজোলও দিন (বাক্স ৩)। প্রতিটি বাক্সের সবথেকে ভাল বিকল্প এর ক্রম অনুসারে দেয়া আছে। উদারহণস্বরূপ, সবথেকে ভাল সংমিশ্রণটি হলো ক্যাফট্রিয়াক্সোন, ডক্সিসাইক্লিন, এবং মেট্রোনিডাজোল দেয়া। ২ দিন পর, ঔষধে কাজ হচ্ছে না বলে যদি মনে হয় তবে ডাক্তারী সহায়তা গ্রহণ করুন।

এছাড়াও ব্যক্তিটির সঙ্গীকে গনোরিয়া ও ক্ল্যামিডিয়া ঔষধ ব্যবহার করে চিকিৎসা করুন।






গনোরিয়া থেকে সৃষ্ট সংক্রমণের জন্য ঔষধ।
একটি ব্যবহার করুন।
কতটুকু দিতে হবে কিভাবে ব্যবহার করতে হয়
ক্যাফট্রিয়াক্সোন ২৫০ মিগ্রা পেশীতে প্রবিষ্ট করুন, ১ বার মাত্র
অথবা স্পেক্টিনোমাইসিন ২ গ্রাম (২০০০ মিগ্রা) পেশীতে প্রবিষ্ট করুন, ১ বার মাত্র
এবং
ক্ল্যামিডিয়া থেকে সৃষ্ট সংক্রমণের জন্য ঔষধ।
একটি ব্যবহার করুন।
কতটুকু দিতে হবে কিভাবে ব্যবহার করতে হয়
ডক্সিসাইক্লিন
(আপনি গর্ভবতী হলে ডক্সিসাইক্লিন ব্যবহার করবেন না, আপনি স্তন্যপান করালে এটি ব্যবহার করা এড়িয়ে চলুন)
১০০ মিগ্রা মুখে খাওয়ান, দিনে ২ বার ১৪ দিনের জন্য
বা এ্যজিথ্রোমাইসিন
(খাবারের সাথে এ্যজিথ্রোমাইসিন নিন, গর্ভধারণকালীন নিরাপদ)
১ গ্রাম (১০০০ মিগ্রা) একটি মাত্র মাত্রা হিসেবে মুখে খাওয়ান, এবং ২য় মাত্রাটি ১ সপ্তাহ পর দিন
বা এরিথ্রোমাইসিন
(গর্ভধারণকালীন নিরাপদ)
৫০০ মিগ্রা মুখে খাওয়ান, দিনে ৪ বার ১৪ দিনের জন্য
বা এমক্সিসিলিন
(আপনি গর্ভবতী হলে এবং এ্যজিথ্রোমাইসিন ও এরিথ্রোমাইসিন পাওয়া না গেলে এমক্সিসিলিন ব্যবহার করা যায়)
৫০০ মিগ্রা মুখে খাওয়ান, দিনে ৩ বার ১৪ দিনের জন্য
এবং
অন্যান্য সংক্রমণের জন্য ঔষধ (এটি পাওয়া গেলে ব্যবহার করুন)। কতটুকু দিতে হবে কিভাবে ব্যবহার করতে হয়
মেট্রোনিডাজোল ৪০০ থেকে ৫০০ মিগ্রা মুখে খাওয়ান, দিনে ৩ বার ১৪ দিনের জন্য
গুরুত্বপূর্ণ! মেট্রোনিডাজোল নেবার সময় মদ্যপান করবেন না।



এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ২৩ এপ্রিল ২০২৪