Hesperian Health Guides

এইচআইভি

এই অধ্যায়ে

এইচআইভি (হিউম্যান ইম্মিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) একটি এসটিআই যা এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তির মধ্যে যৌনসঙ্গমের মাধ্যমে, অপরিষ্কার সূঁইয়ের মাধ্যমে, এবং সংক্রামিত রক্ত স্পর্শ করার মাধ্যমে বাহিত হতে পারে। এইচআইভি প্রতিদিনকার সংস্পর্শ যেমন করমর্দন, কোলাকুলি বা চুমাচুমি করার মাধ্যমে, একত্রে বাস করা, খেলাধূলা করা, বা খাওয়ার মাধ্যমে, বা পাশাপাশি ঘুমানোর মাধ্যমে বিস্তার লাভ করে না। এছাড়াও, খাবার, জল, কীটপতঙ্গ, পায়খানার আসন, বা একই কাপে পান করার মাধ্যমে এটি ছড়ায় না। যদিও মানুষ প্রায়শই এইচআইভি এবং এইডসকে একই জিনিস মনে করে, কিন্তু এইডস হলো একটি রোগ যা এইচআইভি দ্বারা সংক্রামিত হওয়ার পর এর চিকিৎসা গ্রহণ না করে বেশ কিছু সময় অতিবাহিত হবার পর দেখা যায়।

শুরুতে এইআইভি-এর কোন লক্ষণ দেখা যায় না। কোন একজন লোক যাকে সম্পূর্ণ সুস্থ্য দেখায় এবং যে সুস্থ্য অনুভব করে তার এইচআইভি থাকতে পারে এবং সে এইচআইভি ছড়াতে পারে। অসুস্থ্যতার লক্ষণ দেখা যাওয়ায় কয়েক বছর হয়তো লেগে যেতে পারে। আপনার এইচআইভি আছে কি নেই তা নিশ্চিতভাবে জানার একমাত্র উপায় হলো একটি এইচআইভি পরীক্ষা করা। অনেক স্বাস্থ্যকেন্দ্রেই স্বল্পমূল্যে বা বিনামূল্যে পরীক্ষাগুলো করতে পারা যায়।

এইচআইভি/এইডস (এন্টিরেট্রোভাইরাল ঔষধ)-এর চিকিৎসা এখন আরও বেশী ব্যপকভাবে পাওয়া যাচ্ছে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলোও অনেক কম। যদিও এইচআইভি ঔষধ গ্রহণ করা ব্যক্তিরা নিরাময় হবে না কিন্তু তাদের এইডস হবে না এবং তারা স্বাস্থ্যবান থাকবে এবং স্বাভাবিক ও দীর্ঘ জীবন লাভ করবে। ঔষধ ভাইরাসকে দেহের মধ্যেই সীমাবদ্ধ রাখে এবং এইচআইভি অন্যান্য ব্যক্তিদের মধ্যে বাহিত হওয়া রোধে সাহায্য করে।

আপনি যদি মনে করেন যে আপনার এইচআইভি হতে পারে, তবে পরীক্ষা করুন যাতে আপনি যথাশীঘ্র চিকিৎসা শুরু করতে পারেন। এইচআইভি সম্পর্কে আরও তথ্যের জন্য এইচআইভি ও এইডস (সংকলিত হচ্ছে) অধ্যায়টি দেখুন।


'এইচআইভি নিয়ে সুনিশ্চিত জীবন-যাপন করা' লেখা গেঞ্জী পরিহিত ৫ জন স্বাস্থ্য কর্মী
এইচআইভির শেষ দেখা যাবে যদি এইচআইভি আক্রান্ত ব্যক্তিদেরকে অন্য যে কোন ব্যক্তির মতো একই নজরে দেখা হয় এবং এইচআইভির ঔষধ সকলের জন্য সহজলভ্য হয়।



এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ০৬ নভে ২০২৪