Hesperian Health Guides
গোদ রোগ (লিমফ্যাটিক ফাইলারিয়াসিস)
হেসপেরিয়ান স্বাস্থ্যউইকি > নতুন যেখানে ডাক্তার নেই > গোদ রোগ
গোদ রোগ ছোট কৃমির (“ফাইলারিয়াসিস” নামে ডাকা হয়) কারণে হয় যেগুলো মশা দ্বারা ছড়ায়। সাধারণতঃ সংক্রমণ হবার অনেক অনেক বছর না যাওয়া পর্যন্ত কোন চিহ্ন দেখা যায় না। যেখানে গোদ রোগ একটি সমস্যা সেখানে যাদের ইতোমধ্যেই এই রোগটি হয়েছে তাদেরকে ঔষধ দ্বারা চিকিৎসা করার মাধ্যমে এটির বিস্তার রোধ করা যায়। ঔষধ ব্যক্তির মধ্যে থাকা পরজীবিকে মেরে ফেলে ফলে মশা এটি অন্যান্যদের মধ্যে ছড়াতে পারে না। মশার কামড়ানো এবং বংশবিস্তার রোধ করলে এটি থেকে দুরে থাকা যায়।
দীর্ঘ দিন সংক্রামিত ব্যক্তিটি এটি ধারণ করার পর গোদ রোগের লক্ষণ সুস্পষ্ট হয়। এগুলোর মধ্যে আছে পা ও বাহু ফুলে যাওয়া, এবং পুরুষদের ক্ষেত্রে অণ্ডকোষ ফুলে যাওয়া। এছাড়াও জ্বর ও গুরুতর ব্যথা দেখা দিতে পারে।
চিকিৎসার মধ্যে আছে পরজীবিটিকে মেরে ফেলা ও রোগটি আরও খারাপ আকার ধারণ করা রোধ করতে জীবাণুনাশক এবং পরজীবি-নাশক ঔষধ ব্যবহার করা। কোন কোন সময় অস্ত্রোপচারের মাধ্যমে ফুলে যাওয়া অংশটির চিকিৎসা করা যায়। আপনার প্রয়োজনীয় ঔষধ পাবার জন্য ও ফুলে যাওয়া পা এবং অন্যান্য সমস্যায় সাহায্যের জন্য অনুশীলন ও অন্যান্য উপায় সম্পর্কে জানার জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলুন।