Hesperian Health Guides

জনগোষ্ঠী মশার অসুস্থ্যতা রোধ করে

হেসপেরিয়ান স্বাস্থ্যউইকি > নতুন যেখানে ডাক্তার নেই > জনগোষ্ঠী মশার অসুস্থ্যতা রোধ করে

এই অধ্যায়ে

মশার বংশবৃদ্ধি করে এলাকার সকলকে সংক্রামিত করা রোধ করতে এলাকার স্বাস্থ্যকর্মী বা যে কোন জনগোষ্ঠী দল তাদের প্রতিবেশীর উঠান এবং বাড়িতে জমে থাকা জল মূক্ত করতে পারে। সেখানে কি কোন বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধিতাযুক্ত ব্যক্তি, বা যথেষ্ট অর্থ নেই এমন পরিবার রয়েছে যাদের আপনার সাহায্য প্রয়োজন? তরুণ-নেতৃত্বাধীন বা প্রাপ্তবয়স্কদের দল বাড়ী বাড়ী পরিদর্শনে সাহায্য করতে পারে, পর্দা তৈরী বা মেরামত করতে পারে, জলের পাত্র দৃঢ়ভাবে এঁটে ঢেকে দিতে পারে। প্রকৃতি ও বিজ্ঞান শিক্ষার অংশ হিসেবে বিদ্যালয়ের শিশুদের একাজের সাথে জড়িত করতে পারেন। এলাকায় পরিচ্ছন্নতার অভিযানে খালি জায়গাগুলোর প্রতি লক্ষ্য দেয়া হয় যাতে এগুলো আবর্জনা ও জল ধারণ করে এমন পাত্রমূক্ত থাকে। পাত্রগুলো উল্টিয়ে দেয়া যেতে পারে, দৃঢ়ভাবে ঢেকে দেয়া যেতে পারে বা সরিয়ে ফেলা যেতে পারে।

একজন নারী টায়ারের উপর হাঁটছে
ব্যবহৃত টায়ার রোপনকারী পাত্র বা সিঁড়িপথ হয়ে উঠতে পারে!

এলাকার নেতৃবৃন্দ অন্যান্য উপায়ে সাহায্য করতে পারে:

  • জীবনধারণের পরিবেশের উন্নয়ন: নলবাহিত জল সরবরাহ ব্যবস্থা, আবর্জনা ও বর্জ্য জল ব্যবস্থাপনা, জল জমা হওয়া রোধ করে এমন ভবনের ছাদের নকশা তৈরী করা, এবং পায়খানা বা পয়ঃব্যবস্থার উন্নতি করা যায় কিনা তা দেখা।
  • ম্যালেরিয়ার চিকিৎসা আরও সহজে পাওয়া যাওয়ার ব্যবস্থা করা।
  • মশারী বিতরণ করা এবং মশারীর ছিদ্র মেরামত করা এবং নতুন করে মশারীতে ঔষধ প্রয়োগ করা।
  • যে কোন ধূমন বা কীটনাশক কার্যক্রমের সময় নিরাপত্তার বিষয়ে জনগোষ্ঠী সামলাতে স্বাস্থ্য কর্তৃপক্ষ্যের সাথে একত্রে কাজ করা।


মশা কিভাবে অসুস্থ্যতা ছড়ায়, কিভাবে এর কামড় এড়ানো যায়, এবং কিভাবে মশার বংশবৃদ্ধি রোধ করা যায় তা বোঝার জন্য সকলকে জড়িত করা। পুরাতন টায়ার কোথায় স্তুপ হয়ে আছে? আপনার এলাকায় কে সবথেকে বেশী মশা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং কিভাবে মশার কামড় ও বংশবৃদ্ধি রোধ করা যায়। নারী, পুরুষ, ও ছোট শিশুরা কি ভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়? যেখানে প্রচুর মশা আছে সেখানে কে কাজ করে বা বেশী সময় ব্যয় করে তা চিন্তা করুন, উদাহরণস্বরূপ:

  • মানুষ যেখানে জল সংগ্রহ করে বা কাপড় ধোয়, বিশেষ করে জলের উৎস স্থির কিনা, অথবা উঁপচে পড়া জল খানা-খন্দ বা ডোবার সৃষ্টি করেছে কিনা।
  • কৃষিজমি বা খনি এলাকা যেখানে গর্ত, কূপ, বা পরিখা বৃষ্টির জলে ভরে যায়
  • ঘরের ভিতরে ও চারপাশে যেখানে ছোট শিশুরা দিনের বেশীরভাগ সময় কাটায়, এবং মশা দেয়ালে বা ছায়ার মধ্যে লুকিয়ে থাকে
  • কোন পর্দা ছাড়া বিদ্যালয়ের কামরা, শিশুরা যেখানে বসে ক্লাশ করে
একদল লোক একটি মানচিত্রের দিকে তাকিয়ে কথা বলছে
এই জায়গার মালিক শহরে গেছে, এখানে অনেক পুরাতন টায়ার পড়ে আছে।
এখানে এই বড় পথরেখাগুলো জলে পূর্ণ হয়ে থাকে।
ইট নির্মাণকারকদের অবশ্যই তাদের কাজ শেষের পর গর্তগুলো পুরণ করতে হবে।



এই পাতাটি হালনাগাদ করা হয়েছে: ২৫ এপ্রিল ২০২৪